বৈকাল হ্রদের অপূর্ব  প্রাকৃতিক শোভা উপভোগ করতে গেছে মাসুদ রানা। তাই বলে পিস্তলটা সাথে রাখবে না সাথে ? চিফের বারণ শুনে  মস্ত ভুল করেছে ও। ওখানে এক জটিল ঝামেলায় জড়িয়ে গেল ও। করা যেন ডুবিয়ে মারতে চায় রিসার্চ শিপের সবাইকে। প্রলঙ্কর প্রাকৃতিক দুর্যোগে বিশাল ঢেউ থেকে যাদেরকে উদ্বার করল ওরা, তাদের ভিতর রয়েছে কালনাগিনী।  ঠিক সময়মত ফণা তুলল। কিকরবে নিরস্ত্র রানা? চেষ্টা করেও তো বিজ্ঞানীদের কিডন্যাপ হওয়া ঠেকানো গেল না।  এবার ? বৈকাল হ্রদ ছেড়ে চলল ও মঙ্গোলিয়ায় উলানবাটোরে।  বন্ধু ববি নিয়ে ঢুকে পড়ল ভয়ঙ্কর এক   উন্মাদের আস্তানায়। চেঙ্গিস খানের সমাধির ভিতর পরিচিত বিজ্ঞানীর  নীরবে বলল, বাঁচতে চাইলে পালাও, রানা। এ বিরান মরুভূমিতে কোথায়  পালাবে রানা ববি ?
হিংস্র বর্বর প্রহরীদের আদেশ দিয়েছে জালাইর তেমুজিন: লাশ  চাই আমি ওই লোকদের।


0 comments:
Tell us your opinion about this blog site